বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:২৫:২৮ অপরাহ্ন

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে বাস্তবায়িত রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন এবং এতিমখানা, বৌদ্ধ মন্দিরসহ আরও অনেক ভবন ও উন্নয়ন মুলক কাজের প্রতিশ্রুতি দেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। 


সোমবার (৪ আগস্ট) রাজস্থলী উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নকৃত উপজেলা রেস্ট হাউজ, ছাইংখং পাড়াবাসীর জন্য সোলার সিস্টেমে পানি সরবরাহ প্রকল্প, দুটি যাত্রীছাউনি উদ্বোধনসহ ১টি এতিমখানা, ১টি শিশু সদন ও ১ বিহারে মোট ৭৫০ কেজি চাউল বিতরন করেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, গাইন্দ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সোলায়মানসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ। 

এসব প্রকল্প উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন আমরা চেষ্টা করে যাচ্ছি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার। এখানে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর সকলেই যেনো সমান সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা চেষ্টা করছি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]