কাজিরহাটে স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি আটক।

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১০:২০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:২০:৫৬ অপরাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক। 

বরিশাল জেলার কাজিরহাট থানায় স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি আটক। পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছা সেবক লীগ সহ-সভাপতি রুমি গ্রেফতার। কাজিরহাট থানার  বিদ্যানন্দনপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, ইমামুল হাসান রুমি কে গত ৩১জুলাই রাত আনুমানি ২টায় কাজিরহাট থানা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে গ্রেফতার করেন।


থানা সূত্রে জানা যায়। ইমামুল হাসান রুমি দীর্ঘদিন বিদ্যানন্দপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত। তাহার বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজি অনেক অপকর্ম অভিযোগ পাওয়া গিয়েছে।


তাহারি ধারাবাহিকতায় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ৩১ জুলাই, তাহার সঙ্গীয় ফোর্স এসআই মেহেদী সহ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রতনপুর গ্রামের ইমামুল হাসান রুমিকেতার নিজ বাসা থেকে গ্রেফতার করেন। অতঃপর থানায় নিয়ে আসেন। অবশেষে লতা ইউনিয়নের বিস্ফোরণ মামলায় তাহাকে সন্দেহভাজন গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।


এলাকার সূত্রে জানা যায়, ইমামুল হাসান রুমি চাঁদাবাজি থেকে। অবৈধ ড্রেজারের ব্যবসা সহ অপকর্মের সাথে জড়িত। তাহাকে গ্রেফতার করার পরে এলাকার মানুষ এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশাবাদ। এ ব্যাপারে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের অভিযান অব্যাহত থাকবে। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]