ঠাকুরগাঁও বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ও অবস্থান কর্মসূচি।

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৬:৫৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:৪৭:১৭ অপরাহ্ন


রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।     

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে, বিএনপি নেতাকর্মীরা। আজ (২আগস্ট) শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।   


প্রায় দু'ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসূচিতে সাবেক সহ সভাপতি শেখ আইয়ুব আলী ও মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদসহ বিএনপির নেতাকর্মীরা বলেন, ১২ জুলাই অ্যাডভোকেট সৈয়দ আলম এবং টিএম মাহবুবুর রহমান ভোটের মাধ্যমে কাউন্সিলে নির্বাচিত হয়।


এটি মানতে না পেরে তাঁদেরকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কার করতে হলে উপজেলার সকল বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করতে হবে। অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন। নইলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।   


উল্লেখ্য, গেল ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।   


বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপিথর কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপিথর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]