
পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ১ আগস্ট শুক্রবার বিকাল ৬ টায় জাবরহাট ইউনিয়ন পার্টি অফিসের সামনে কমরেড মফিজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সিপিবি সাধারণ সম্পাদক, পীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট আবু সায়েম, অন্যান্য বক্তারা হলেন, পীরগঞ্জ উপজেলা সিপিবি সভাপতি প্রভাত সমির শাহজান আলী ও সাধারণ সম্পাদক মর্তুজা আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসম সিহাব,ক্ষেতমজুর নেতা মেহেদী লেলিন প্রমূখ।
উক্ত সম্মেলনে কমরেড মফিজুল ইসলামকে সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন পীরগঞ্জ উপজেলা কমিটি।কমিটি গঠনের পরে জাবরহাট বাজারে একটি মিছিল প্রদক্ষিণ করে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে।