প্রশাসনের চাপেই অপহরণকারীরা শিশুটিকে ছাড়তে বাধ্য হয়

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১২:১৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১২:১৫:০১ পূর্বাহ্ন
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে অপহরণের তিনদিন পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
 
জানা গেছে, গত ২৯ জুলাই রাতে নিজ বসতবাড়ি থেকে অপহরণ করা হয় শিশু বাপ্পিকে। অপহরণের পর অপহরণকারীরা পরিবারের নিকট ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে চরম উৎকণ্ঠা ও অপেক্ষার পর আজ ১ আগস্ট সন্ধ্যায় মুক্তিপণের টাকা দেওয়ার পর শিশুটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন।
 
এদিকে, অপহরণকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করে পুলিশ, বিজিবি এবং র‍্যাব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর সমন্বিত ও কৌশলী তৎপরতায় অপহরণকারীরা চাপে পড়ে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।
 
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও এখনও পর্যন্ত কারা এই অপহরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]