গৌরীপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১১:৪৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১১:৪৩:৩১ অপরাহ্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় জনতা বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।


প্রবীণ বিএনপি নেতা আজিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, সদস্য রহমত উল্লাহ, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খান প্রমুখ।


আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বৈষ্যম বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]