ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল-পূজারিদের বিক্ষোভ।

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:১৫ অপরাহ্ন
 
 
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি। 
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউএনও’র নির্দেশে বলিদ্বারা দূর্গাপূজা মন্দিরের জায়গা দখল। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ চত্তরে পূজারিদের এ বিক্ষোভ করেছেন। 
 
মন্দির কমিটি সূত্রে জানাযায়, বলিদ্বারা বাজার সংলগ্ন ১৬ শতাংশ জমির উপর দূর্গাপূজা মন্দির রয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূর্জা অর্চনা করে আসছে। আর সে জমির উপর হঠাৎ ললুপ দৃষ্ঠিতে তাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সাফিউল মাজলুবিন রহমান। তিনি গতকাল বুধবার মন্দিরে গিয়ে ২ঘন্টার মধ্যে সফিকুল নামীয় এক লোককে মন্দিরের জায়গা ছেড়ে দিতে বলেন, নতুবা মন্দিরের লোককে এরেস্ট করে নেওয়ার হুমকি প্রদান করেন। 
 
এঘটনায়, হিন্দু সম্প্রদায়ের লোকজন ফুঁসে উঠলে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে এসে ইউএন’ও বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ইউএনও পূর্জা কমিটির লোকজনকে শান্ত হতে বলেন এবং বিকেলের মধ্যেই জমি সার্ভে করার কথা বলেন। 
 
এ প্রসঙ্গে পূর্জা কমিটির সভাপতি সেবুলাল রায় বলেন, বলিদ্বারা এলাকার রহমান আলী’র ছেলে সফিকুল ইসলাম মন্দিরের পিছলে বাড়ি করার কথা এজন্য ইউএনও স্যার মন্দিরে এসে লোকজন দিয়ে বেড়া খুলে দেন এবং পূজা অর্চনার কাজে ব্যবহৃত কলা গাছ গুলি কেটে দেন। যা মোটেও ঠিক হয়নি। পরদিন এজন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করি। 
 
এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে বলেন, স্বরেজমিনে গিয়ে মন্দিরের ১৬ শতাংশ মেপে দেওয়া হয়েছে, এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিল, ওসি ছিল, আমি ছিলাম। সেখানে আর রাস্তা বের হবে না মনে হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]