নালিতাবাড়ীতে Save Nalitabari & People এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:২২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:২২:৫৩ অপরাহ্ন
 
তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি। 
 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘবেড় উচ্চ বিদ্যালয়ে Save Nalitabari & People এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে দুই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী, বাঘবেড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমানসহ অন্যান্য শিক্ষক এবং Save Nalitabari & People সংগঠনের সদস্যবৃন্দ।

 
এ ধরনের মেডিকেল ক্যাম্প সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। শিক্ষার্থীরা যেমন নিজেদের রক্তের গ্রুপ জানতে পারছে, তেমনি স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও এগিয়ে আসছে এক ধাপ।


এমন কার্যক্রম প্রতিটি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় আয়োজন করা প্রয়োজন, যাতে সব মানুষ সহজেই তার রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে। Save Nalitabari & People এর এমন মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]