নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে ডাকাতি মামলার আসামী কবির (৩৪) মাদারীপুর জেলার কালকিনি হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
অদ্য ৩০/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায়* মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায়* অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার শাহআলী থানার মামলা নং- ০৫, তারিখ- ০৯/১২/২৪ খ্রি., ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০ এর পলাতক আসামী মোঃ কবির হোসেন (৩৪), পিতা- শাহজান বিশ্বাস, সাং-বিপনগর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন (৩৪) রূপায়ণ লতিফা সামসুদ্দিন স্কয়ার, মিরপুর-১, ঢাকাতে সিকিউরিটি গাডর্ হিসাবে কর্মরত থাকা অবস্থায় গত ০৯/১২/২০২৪ তারিখে সে সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় ডিএমপি, ঢাকার শাহআলী থানার একটি টহল দল মো: শাওন (২১), মো: ইব্রাহিম (২৬) ও মো: জুলহাস মোল্লা (২৫)’গণকে গ্রেফতার করে এবং আসামী মোঃ কবির হোসেন (৩৪)’সহ অন্যান্য আসামীগণ দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।