
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : জুলাই বিপ্øবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুুরের ফুলবাড়ীতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে কন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্র্থীদের অংশগ্রহনে উপজলার নিমতলামোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যšন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করে আসছে।
কিন্ত গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাইয়ের জারিকৃত পরিপত্রে ২০২৫ সাল হতে কিন্ডার গার্ডেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের উপর বৈষম্যমূলক নিষেধাজ্ঞা জারি করেছে। এতে করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রায় ৬ লক্ষ শিক্ষক এবং ৭০ লক্ষ শিক্ষার্থীর আত্মমর্যাদার উপর আঘাত হেনেছে যেটা চরম বৈষম্যর শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে পরিপত্র বাতিল করে পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অ্যাসোসিয়েশনের শিক্ষক এবং শিক্ষার্থীরা বৃত্তির আর্থিক অনুদান নয়, শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অনুপ্রেরণার চরম আঘাতের শামিল।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আনিসুর রহমান, সহ-সভাপতি গনেশ চন্দ্র, সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলালসহ উপজেলার ১৮টি প্রতিষ্টিত কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইছাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।