
নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতয়ালী থানাধীন জিন্দাবাজার এলাকায় কুরিয়ার সার্ভিসে পার্সেল করার সময় ২০০ বোতল ফেনসিডিলসহ ০৩ জনকে গ্রেফতার র্যাব-৯, সিলেট।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল মাদক দ্রব্য উদ্ধার অভিযান করাকালীন সময়ে গত ২৯ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২১.৪০ ঘটিকার সময় এসএমপি, সিলেট এর কোতয়ালী থানাধীন জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড পার্সেল ডিভিশন জিন্দাবাজার, সিলেট শাখা এর সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে প্লাস্টিকের বস্তার ভিতর বিভিন্ন রংয়ের আন্ডারওয়্যার ও বাচ্চাদের বিভিন্ন সাইজের পায়জামা দ্বারা বিশেষভাবে মোড়ানো অবস্থায় অবৈধ মাদক-দ্রব্য রয়েছে মর্মে স্বীকার করে যা তারা পার্সেল করার জন্যে নিয়ে এসেছিল। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেখানো এবং নিজ হাতে বাহির করে দেওয়া মতে ২০০ বোতল ফেনেসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। মোঃ আরমান (৩৪), পিতা- মোঃ মোতালিব, সাং- কুশিয়ারা, ২। মোঃ নাদিম মিয়া (৪১), পিতা- মৃত মুজাম্মেল হোসেন, সাং- শাসনের বাগ এবং ৩। মোঃ ইমন (২৭), পিতা- মোঃ নান্নু মিয়া, সাং- উত্তর লক্ষনখোলা, সর্ব থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।