তানোরে পৌর শিক্ষা সহায়তায় ছাতা বিতরণ।

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০২:২০:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০২:২০:১৯ পূর্বাহ্ন


দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে: রাজশাহী তানোর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা সহায়তা ছাতা বিতরণ।
তানোর পৌরসভার নিজ অর্থায়নে পৌর এলাকার উচ্চ মাধ্যমিক দাখিল মাদ্রাসা ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে একটি করে উন্নত মানের ছাতা বিতরণ করা হয়েছে।


পৌরসভার উচ্চ বিদ্যালয়/বালিকা বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বর্ষা মৌসুম ও গরম মৌসুম রক্ষায় চলতি মাসের ২৮ জুলাই সোমবার সকালে পৌর কার্যালয়ে ১২টি উচ্চ বিদ্যালয় ও ৪টি মাদ্রাসার মোট ৯ শো ১০ জনকে ছাতা বিতরণ করা হয়েছে।


বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
তানোর পৌর সভার নির্বাহী কর্মকর্তা সহকারী প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)আবজাল হোসেন।


আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী খাঁন। তানোর পৌর সভার প্রধান হিসাব রক্ষক আব্দুস সবুর ও কর্য্যসহকারী মাহাবুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র ছাত্রী  ও স্থানীয় সমাজসেবকসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ'রা।
 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]