মাদ্রাসা ছাত্রকে বলাৎকার শিক্ষক আটক।

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৩৫:৪৯ অপরাহ্ন

 
এম মনির চৌধুরী রানা : চট্টগ্রাম নগরীর বন্দর থানার ওমরশাহ পাড়ায় অবস্থিত ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার এক শিক্ষক তারই ১৪ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক হয়েছেন। গতকাল রবিবার (২৭ জুলাই) রাতে স্থানীয়রা শিক্ষক ওমর ফারুককে (৪২) আটক করে পুলিশের হাতে তুলে দেন।


বন্দর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “অভিযুক্ত শিক্ষক তারই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ছাত্রকে (১৪) একাধিকবার বলাৎকার করেছেন। সর্বশেষ গত ২৪ জুলাই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ২৭ জুলাই রাতে পরিবারকে বিষয়টি জানালে তারা শিক্ষককে আটক করেন।


ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। শিশু নির্যাতন সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনুরূপ অভিযোগ উঠলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এবার সিসিটিভি ফুটেজের প্রমাণ পাওয়ায় ঘটনাটি প্রকাশ্যে এসেছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]