ভালুকায় শতাধিক মানুষে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ।

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১০:২১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১০:২১:১০ অপরাহ্ন


ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কবির নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে আল আমিন বাদী হয় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।   


অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে) জুলাই বিকালে হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় ত্রিশ বছর যাবত ভুক্তভোগীদের চলাচলে একমাত্র রাস্তা শত্রুতার বশে বন্ধ করে দেয় মৃত লোকমান হোসেনের ছেলে কবির হোসেন। খোঁজ নিয়ে জানা যায়, বিগত আওয়ামী লীগের আমলে থাকা ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দীনের ঘনিষ্ঠ হওয়ায় কবির বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে পানির পাইপ স্থাপনে বাধা প্রধান করেন।


এতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘটনার দিন বিকালে স্থানীয় কয়েক ব্যাক্তি অসহায় পরিবারের রাস্তা বন্ধ ও পানির পাইপ স্থাপনে বাধার বিষয়ে কবির হোসেনকে প্রশ্ন করায় কবির ও তার সহযোগিরা প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিত হয়ে পরে। এক পর্যায়ে কবির ও তার লোকজন মিলে আল-আমীনকে মারতে আসলে স্থানীরা বাঁধা দেয়। মারতে না পেরে আল-আমীন কে সুযোগ মত পাইলে দেখে নেওয়ার হুমকি দেয় কবির। এ ঘটনায় আল-আমীন বাদী হয়ে ভালুকা মডেল থানায় কবির সহ অজ্ঞাত তিন চারজন জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।   


এ ঘটনায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রাস্তা বন্ধের ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]