রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিদ্যুতের ট্রান্সফরমার ও ট্রাকসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ। রোববার দুপুরে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রবিবার (২৭ জুলাই) মধ্যরাতে রানীশংকৈল উপজেলার মিরডাঙ্গী হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে একটি ট্রাক যাচ্ছিল। এসময় পুলিশের টহলরত সদস্যরা ট্রাকটিকে থামতে বললে আরো দ্রুত গতিতে ছুটে যায় ট্রাকটি।
পরে পুলিশ পিছন থেকে ধাওয়া দিলে আরো দ্রুত ছুটে ট্রাকটি। প্রায় দুই ঘন্টা পর ট্রাকটিকে আটক করে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে।
আটকের পর ট্রাকটি তল্লাসি চালিয়ে তিনটি ট্রান্সফরমার জব্দ করে পুলিশ। জানা গেছে, এসব ট্রান্সফরমার চুরি করে ট্রাক যোগে পালিয়ে যাচ্ছিল তারা। তবে ট্রাকটিতে তিনজন থাকলেও আটক করা সম্ভব হয়েছে একজনকে।
পরবতির্তে ট্রাক ও আটককৃত ব্যাক্তিকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়। আটক শহিদুল ইসলাম রংপুরের বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে।
এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, যাকে আটক করা হয়েছে সে চোর সিন্ডিকেটের মুল হোতা। আটক ব্যক্তি ও জব্দ করা ট্রাকের বিষয়ে আইনি প্রদক্ষেপ নেয়া হচ্ছে।