দেশের প্রয়োজনে গোলাপগঞ্জবাসী জীবন দিতে জানেন: ফয়সল চৌধুরী।

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:১১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:১১:৫০ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, যুগে যুগে গোলাপগঞ্জের মানুষ দেশ ও জাতির কল্যাণে স্মরণীয় অবদান রেখেছেন।


তারা দেশের প্রয়োজনে রক্ত দিতে জানেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে যেমন তারা অসামান্য অবদান রেখেছেন, তেমনি ফ্যাসিস্ট হাসিনার পতনেও তাদের অবদান জাতি সারাজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আর এ আন্দোলনে ঝরে যাওয়া অকুতোভয় সাত-সাতটি মূল্যবান প্রাণের কথা বাংলার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো সারাজীবন জ্বলজ্বল করবে।


তারা প্রমাণ করেছেন, গোলাপগঞ্জের মানুষ দেশের প্রয়োজনে রক্ত দিতে জানেন, হাসতে হাসতে বন্দুকের নলের মুখে জীবন উৎসর্গ করতে জানেন। তিনি শনিবার বিকালে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মলিক আহমদের সভাপতিত্বে ও সদর ইউপি ছাত্রদলের সভাপতি মারজান আহমদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও কফিল উদ্দিন।


সভায় ফয়সল চৌধুরী বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা সংস্কার ঘোষণা করেছেন, আগামীর বাংলাদেশ গঠন ও জাতির মুক্তির সনদ হিসাবে তা অচিরেই সর্বজন স্বীকৃতি পাবে। আগামীর বাংলাদেশ অবশ্যই এই ৩১ দফার আলোকে গড়ে উঠবে।


তিনি আরও বলেন, আগামী বছরের শুরুর দিকে জনগনের কাংখিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। সেই নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জনগনের দল। জনগনের জন্যই আমাদের রাজনীতি। প্রতিটি নেতাকর্মীকে এই বিষয়গুলো মনে রেখে জনগনের ঘরে ঘরে যেতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ যেসব সুফল পাবে তা তাদের কাছে তুলে ধরে জনমত আরও জোরালো করতে হবে।


সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক তানজিম আহমদ, যুগ্ম আহ্ধসঢ়;বায়ক ওলিউর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সারবেছ আহমদ সাবু প্রমুখ। এছাড়াও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]