জুলাইয়ে সামাজিক জাগরণের প্রত্যয়: কালীগঞ্জে শপথ গ্রহণ।

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০২:০৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০২:০৯:০৫ অপরাহ্ন

 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠে অংশ নেন। দ্বিতীয় পর্বে নারী ও শিশুর সুরক্ষা এবং সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম এবং সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম।
 
 
আলোচনা পর্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা সবাই সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, নারী অধিকার রক্ষা এবং নৈতিকতার চর্চায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
 

ইউএনও তনিমা আফ্রাদ শপথ পাঠ করান এবং বলেন, “জুলাই মাসকে সমাজ গঠনের পুনর্জাগরণ মাস হিসেবে বিবেচনা করে সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
 

অনুষ্ঠানের জুলাই আন্দোলনে এবং সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।
 
 
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]