কটিয়াদীতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে শপথ গ্রহণ।

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৮:২৮ অপরাহ্ন

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : রাষ্ট্র তোমার পাশে, সযতে গড়বো দেশ এক সাথে সমাজ মানে আমি, রাষ্ট্র মানে আমরা’এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ’ অনুষ্ঠান।


শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়। শতাধিক যুবক-যুবতী, নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয় কেন্দ্রীয় শপথ পাঠের আয়োজনকেও।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা নিবাহী অফিসার মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, কৃষি কমকতা শফিকুল ইসলাম ও কটিয়াদী পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা আবুল খায়ের। আলোচনাসভা শেষে উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান কটিয়াদী উপজেলা নিবাহী অফিসার মাইদুল ইসলাম।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]