এনসিপি"র কার্যালয় উচ্ছেদের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে।

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৩৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:৩৭:৩৮ অপরাহ্ন

‎
গৌরনদী প্রতিনিধিঃ 
‎বরিশালের গৌরনদীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হীরা রহমান সাদ্দাম এর বিরুদ্ধে।
‎

‎জাতীয় নাগরিক পার্টির বরিশাল জেলা শাখার সদস্য ও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের (উত্তর বিজয়পুর) বাসিন্দা মো. নুর-এ-আলম সিদ্দিকী জানান, গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী (গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন) এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর খায়রুন্নাহার মায়ার স্বামী মো. হানিফ মিয়ার কাছ থেকে একটি ঘর ভাড়া নিয়ে তারা দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
‎

‎অভিযোগে বলা হয়, কার্যালয় স্থাপনের পর থেকেই পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুকুল মিয়ার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হীরা রহমান সাদ্দাম উক্ত বাড়িওয়ালাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। হুমকির জেরে গত ১৪ জুলাই বিকেল ৪টার দিকে সাদ্দামের নেতৃত্বে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলে দেন। এবং সাফ জানিয়ে দেন, “এখানে জাতীয় নাগরিক পার্টির কোনো অফিস থাকতে পারবে না, কেউ চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
‎

‎বিষয়টি নিয়ে কথা বলতে হানিফ মিয়াকে ফোনে পাওয়া না গেলেও তার স্ত্রী খায়রুন্নাহার মায়া বলেন, জাতীয় নাগরিক পার্টির কাছে ঘর ভাড়া দেওয়ায় সাদ্দাম দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছে।
‎

‎অভিযোগ সম্পর্কে জানতে মো. হীরা রহমান সাদ্দামের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 
‎‎এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]