কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নারীর সহ আহত ৫।

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১২:৫৮:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১২:৫৮:২৪ পূর্বাহ্ন

 
কাউখালী প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নারী সহ পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। থানায় মামলা হয়েছে।


জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের শাহাপুরা গ্রামের আজিজুল হকের ছেলে মনির হোসেনের পরিবারের সাথে একই বাড়ির সীমানায় আইনুল হকগনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে।


মামলার বাদী মনির হোসেন জানান, বুধবার ২৩ জুলাই বিকালে আমাদের বসত ঘরে অতর্কিত ভাবে অনধিকার প্রবেশ পূর্বক আইনুল হকের ছেলে রনি হোসেনের (৪০)ও রাসেল তালুকদারের নেতৃত্বে দলবল নিয়ে আমার বৃদ্ধ মাতা ছাইয়েদুন নেছা (৮০) সহ পরিবারের ৪-৫ জনকে দাও, লাঠি, হাতুড়ি, লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে।


গুরুতর আহতর হলেন, ছাইয়েদুন্নেসা (৮০), বীথি আক্তার, মারফিয়া আক্তার। আহতরা বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ব্যাপারে মনির হোসেন বাদী হয় কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।


কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এবাদ আলী মোল্লা জানান, কাউখালী থানায় বৃহস্পতিবার ২৪ জুলাই মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]