শিক্ষার্থীরা অনশনে এবং শিক্ষকদের অবরুদ্ধ করে আন্দোলনে উত্তাল সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ।

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১২:৩৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১২:৩৪:২৭ পূর্বাহ্ন


মোঃ মাহাবুল্লাহ হাসান, বিশেষ প্রতিনিধি।


সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, মিরপুর-১৩, ঢাকা—এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে গত ২৩দিন ধরে চলমান শিক্ষার্থী আন্দোলন আজ আরও তীব্র রূপ ধারণ করেছে।


আজ সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসরুম ও প্রশাসনিক ভবন ঘেরাও করে সকল শিক্ষক ও স্টাফদের অবরুদ্ধ করে রেখেছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ভর্তি কার্যক্রম ও হাসপাতালের চিকিৎসা সেবা। দাবি আদায় না পর্যন্ত চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে সেই সাথে শুরু হয়েছে  শিক্ষার্থীদের অনশনে যাওয়া।


এই অবস্থান কর্মসূচি এবং অবরোধের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল (BUAMC) এর বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছে। তাদের বক্তব্য—যতদিন পৃথক ও কার্যকর কাউন্সিল গঠনের সুস্পষ্ট ঘোষণা না আসবে, ততদিন কোনো একাডেমিক বা হাসপাতাল কার্যক্রম চলতে দেওয়া হবে না।


উল্লেখ্য, বিগত ১৭ দিন ধরে এই দাবিতে চলছে লাগাতার আন্দোলন, যার অংশ হিসেবে ইতোমধ্যে ক্লাস বর্জন, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, ও প্রেস ক্লাবের সামনে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শিক্ষার্থীরা বলছে, আমরা আর পেছনে ফেরার সুযোগ রাখিনি। আমাদের ভবিষ্যৎ, পরিচয় ও পেশাগত অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে আসবো না।


আমরা এই ন্যায্য ও যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক কাউন্সিল (BUAMC) গঠনের জোড় দাবি জানাচ্ছি। আজকের অনশনের এক পর্যায়ে  স্থগিত হওয়া মিটিং এর নতুন তারিখ ২৯ শে জুলাই ২০২৫ ইং ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয়।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]