হরিপুরে গ্রাম -পুলিশের মাঝে পোশাক ও সাইকেল বিতরণ ​

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:১৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:১৪:৫৩ অপরাহ্ন

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসনের অর্থয়ানে ৬ টি ইউনিয়নের ৫৪ জন গ্রাম পুলিশকে সাইকেল, পোশাক এবং ব্যাগসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

 
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিকাশ চন্দ্র বর্মন গ্রাম পুলিশদের মাঝে এসব সরঞ্জামাদি তুলে দেন।

 
এ সময় উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৪ জন গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক  কর্মকর্তা-কর্মচারী ও বৃন্দ সহ ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। 

 
উপজেলা নির্বাহী অফিসার শ্রী বিকাশ চন্দ্র বর্মন বলেন, প্রতিটি ইউনিয়নের দফাদারসহ মোট ১০ জন করে ৬০ জনের মধ্যে আমরা ৫৪ জনকে নতুন সাইকেলসহ তাদের দ্বায়িত্ব পালনের জন্য যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এবং এর মধ্যে রয়েছে৫ জন গ্রাম পুলিশ। নতুন করে যোগদান করেছে। তাদেরকে পরবর্তীতে সাইকেল প্রদান করা হবে।


৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ভুপেন চন্দ্র রায় বলেন, সরকারের দেওয়া সাইকেল পেয়ে আমরা অনেক আনন্দিত এখন সাইকেলের মাধ্যমে আমরা যে কোনো খানে তথ্য সংগ্রহে দ্রুত যেতে পারবো। একই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বিমল চন্দ্র বলেন, সাইকেল পেয়ে খুশি হয়েছি, তবে বর্তমান যে বাজারের প্রস্তুতি বিবেচনায় যা বেতন পাই তা দিয়ে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]