মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্মরণে গৌরীপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ময়মনসিংহের গৌরীপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করূ হয়েছে। 


মঙ্গলবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব সভাকক্ষে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। 


মিলাদ ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান সিরাজ, এখলাছুর রহমান কিরণ, সদস্য আব্দুল মান্নান তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন খোকন, আরিফুল ইসলাম ভুইয়া এনাম, সদস্য সাইফুল ইসলাম, শওকত হায়দার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শহীদুল্লাহ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বকুল, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার আহ্বায়ক কমল সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিশু, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক  ইকবাল ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক প্রমুখ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]