
মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, সিরাজগঞ্জ-০২ সদর আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মির্জা মোরাদুজ্জামান-এঁর ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বাদ আসর ধানবান্ধি বিএল স্কুল রোড জামে মসজিদে মরহুম মির্জা মোরাদুজ্জামান-এঁর পরিবার বর্গের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠপুত্র মির্জা মোস্তফা জামান।
এসময়ে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, মওলানা ভাসানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম সেরাজ, সিরাজগঞ্জ সরকারি কলেজের গ্রন্থগারিক মোঃ আবুল কাসেম আজাদ, মরহুম মির্জা মোরাদুজ্জামান-এঁর ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম- সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইফাত আহমেদ সুমন, তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এবিএস শিবলী সাদিক, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, প্রমুখ, দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ধানবান্ধি বিএল স্কুল জামে মসজিদের পেশ ইমামও খতিব মোঃ রেজাউল করিম।