রাজশাহীতে বিয়ের প্রলোভনে নারী উদ্দ্যোক্তার সাথে প্রতারণা ! ফের কারাগারে প্রতারক বিটন

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৬:০৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৬:০৩:৩১ অপরাহ্ন


রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে এক নারী উদ্দ্যোক্তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ প্রতারণা ও বছর ধরে প্রতারণা মামলায় মোঃ গোলাম জাকির হোসেন বিটন (৪৭), নামের এক প্রতারক ও ধর্ষককে ফের কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।


বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় রাজশাহীর নারী শিশু-১ এর বিজ্ঞ আদালতে বদলি জামিনের জন্য আবেদন করেন বিটন। এ সময় উভয়পক্ষের উকিলের মধ্যে জেরা হয়। মামলার সার্বিক বিষয় শ্রবন করেন বিজ্ঞ আদালত। এরপর তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় বাদীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট আতিকুর জামান নাসিম (অতিরিক্ত পিপি)।


এ ব্যপারে বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার বাসিন্দা মামলার বাদী সাইকা খাতুন শিল্পী বলেন, দীর্ঘ প্রায় ৩বছর যাবত শারীরিক ও মানুষিক নির্যাতনের শিকার হয়েছি। আজ মামলার আসামী প্রতারক বিটনকে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণ করায় স্বস্তি বোধ করছি। মনে হচ্ছে আমি আমার ন্যায় বিচার পাবো।


তিনি আরও বলেন, এই মামলায় মতিহার থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের ৩৫ দিন পর রাজশাহীর সিএমএম বিজ্ঞ আদালত তাকে অন্তবর্তীকালিন জামিনে মুক্তি দেন। কিন্ত জামিনে মুক্তি পেয়ে বিটন ও বিটনের লোকজন বিভিন্ন ফেক আইডি ও ইউটিউব থেকে আমার নামে কুৎসা রটায়। এ


তে আমি চরম বিব্রত অবস্থার মধ্যে ছিলাম। পরে আমি ওই সকল ফেক আইডির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি। সেই রির্পোটাও চলে এসেছে। আমি পূণরায় ফেক আইডির বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহণ করছি।


উল্লেখ্য, ধর্ষক মোঃ গোলাম জাকির হোসেন বিটন, তিনি মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে। এছাড়াও বিটন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সচিব। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]