কুবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০১:৪৯:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০১:৪৯:৪৭ পূর্বাহ্ন
 
কুবি প্রতিনিধি:
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে শিক্ষার্থীদের একাংশ। 
 
বুধবার (১৬ জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়। শুরুতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। 
 
 
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মোঃ পাবেল রানা বলেন, 'জুলাই শহীদ দিবস কেবল একটি স্মরণ নয়, এটি একটি প্রতিজ্ঞা। আমরা শপথ করছি—শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গড়বো সুবিচারভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ।'
 
আরেক সমন্বয়ক মোঃ এমরান বলেন, '১৬ জুলাই আমাদের ইতিহাসে এক শোকাবহ দিন। এই দিনে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম সহ যারা শহীদ হয়েছিল, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগই আমাদের প্রেরণা, তাঁদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি এই স্বতন্ত্র পরিচয়, এই স্বাধীন পথচলা। আমরা দেখেছি পতিত স্বৈরাচারী বাহিনী ও স্বৈরাচারের দোষরা কীভাবে আমাদের ভাইদের নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের যথার্থ বিচার চাই।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]