মাধবপুরে আওয়ামীলীগ নেতা সন্তোষ মুন্ডার হামলার শিকার

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১০:১১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১০:১১:৫৪ অপরাহ্ন


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জগদীশপুর চা বাগান স্কুলটিলা এলাকার বাসিন্দা নকুল মুন্ডা ও ছোট ছেলে এবং পরিবারের সদস্যদের উপরে আওয়ামীলীগ নেতা সন্তোষ মুন্ডার হামলা।


স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ০৬.০৭.২০২৫ইং সকাল পূর্ব বিরোধের জের ধরে নকুল মুন্ডার ছোট ছেলের উপরে হামলা চালায়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে নকুল মুন্ডার উপরেও হামলা চালায় এবং হামলার শিকার নকুল মুন্ডার একটি হাত ভেঙ্গে যায়। এই সময় তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগ নেতা সন্তোষ মুন্ডার নির্যাতনের শিকার অনেক ভুক্তভোগীরা বলেন, অবৈধ সরকারের দোসর জুলুমকারীদের বিচারের আওতায় নিয়ে আসলেও সন্তোষ মুন্ডা এখনও এলাকায় দাপটের সাথেই কর্মকান্ড পরিচালনা করে আসছে। আওয়ামীলীগ সরকারের আমলে কারণে অকারণে নিরীহ মানুষের উপর নির্যাতনের শিকার হয়েছে। এলাকার অনেকগুলো পরিবার তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহিদ উল্ল্যা জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]