ঢাকায় মহাসমাবেশকে স্বাগত জানিয়ে বুড়িচংয়ে জামায়াতের মিছিল

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:১১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:২০:৪৬ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি। 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ও জনসমর্থন জোগাতে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াত। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়।


স্বাগত মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন। এ সময় দলের নেতাকর্মীদের ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সরকারের ‘দমন-পীড়নের’ বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান তিনি।


মিছিলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডা. মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা শূরা সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শূরা সদস্য অ্যাডভোকেট মো. সাইফুল আলম।


এছাড়া উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, জামায়াত নেতা আব্দুল আউয়াল, মোকাম ইউনিয়ন আমির মোস্তফা কামাল, ময়নামতি ইউনিয়ন আমির মাওলানা নুরুজ্জামান, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আমির মাওলানা ইউসুফ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ওবায়দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের আমির ও স্থানীয় নেতৃবৃন্দ।


নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। জনগণের অধিকার নিশ্চিত করতে দলীয়ভাবে যে কোনো সময় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]