সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিত্যক্ত সরকারি ভবনে জামায়াতের কার্যক্রম​

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫১:০৫ অপরাহ্ন

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, প্রতিনিধি।

 
সিরাজগঞ্জে পরিত্যক্ত সরকারি ভবনে জামায়াতের কার্যক্রম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।


সেই অফিসের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। তবে এখন পর্যন্ত ওই ভবনটি কাদের, সেটি নিশ্চিত করতে পারেনি উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

 
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুই- তিন মাস ধরে ভবনটিতে জামায়াতের নেতারা বসছেন এবং কার্যালয়ের সামনে পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাইনবোর্ডও টাঙানো ছিল।

 
সোমবার (১৫ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসার পর কার্যক্রম সড়িয়ে নিয়েছে জামায়াতে ইসলামী। ওই ভবনের আশপাশেই রয়েছে, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদসহ আরও কয়েকটি সরকারি কার্যালয়।

 
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, আমরা কারো জায়গা দখল করিনি, দখল করার কোনো প্রশ্নই আসে না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি ভবন পড়ে ছিল, সেটি মেরামত করে বসার ব্যবস্থা করা হয়েছিল। সরকারি জায়গার মালিকানার বিষয়েও কোনো ঠিক নাই। বিতর্ক হওয়ার পরে আমরা সব কার্যক্রম সড়িয়ে ফেলেছি। এলাকার স্থানীয় মানুষজন বসলে, সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই৷

 
তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল বলেন, এক সময় উল্লাপাড়ার ওই ভবনে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয় ছিল। কিন্ত উল্লাপাড়া উপজেলায় তুলা উৎপাদন না থাকায় ওই অফিসের কার্যক্রম অনেক আগ থেকে বন্ধ হয়েছে। নিয়ম অনুযায়ী, ওই ভবনটি এখন উপজেলা প্রশাসন দেখভাল করার কথা

 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, আমরা এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি৷ তবে এখন পর্যন্ত এই ভবনটি কাদের, সেটি চিহ্নিত করা যায়নি। সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমাকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]