যাত্রাবাড়ী নিউ মেঘনা আবাসিক হোটেলের নামে নির্বিঘ্নে চলছে অসামাজিক কার্যকলাপ

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:৪৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:৪৮:৩৬ অপরাহ্ন


সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রাজধানীর দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় হোটেল "নিউ মেঘনা" আবাসিক হোটেলের নামে চলছে অসামাজিক যতো কার্যকলাপ।
যার কারণে এলাকার স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্ম ধাবিত হচ্ছে অমানিশার ঘোর অন্ধকারে।


এলাকার স্থানীয়রা জানান, হোটেলর সামনে সবসময় দালাল রেখে খদ্দেরদের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়ে গিয়ে কন্টাকে রুমের ভিতরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে হোটেল কর্তৃপক্ষ। 


যাত্রাবাড়ি হলো রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকার একটি, এই ধরনের অসামাজিক কার্যকলাপের মাধ্যমে এই এলাকার সামাজিক পরিবেশসহ নষ্ট সহ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের জীবন। 


যাত্রাবাড়ীতে দেশের প্রতিটি জেলা থেকে লোকজনের যাতায়াত থাকার কারণে সহজেই তাদেরকে বিপদে পড়ে এই হোটেল উঠতে হয়। অথচ এই হোটেলে নেই থাকার মতো উপযোগী কোনো পরিবেশ। 


এলাকার স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই হোটেলে মাদক ব্যবসা সহ মাদক সেবন ও ২৪ ঘন্টা চলে দেহ ব্যবসা। গত ১৪ মে ২০২৫ ইং তারিখে ওয়ারি জোনের এডিসি আকরাম ও যাত্রাবাড়ি থানার ওসি অপারেশন খালিদ হাসানের নেতৃত্ব অভিযান চলানো হয়েছে। এসময়  অধিকাংশ মালিক ও দালাল চক্র পালিয়ে গেলেও ধরা পড়ে বেশ কয়েক জন পতিতা ও খদ্দের। 


যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে আটককৃত ব্যক্তিদেরকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ঐ অভিযানের প্রায় দের মাস পর জানা গেছে স্থানীয় নেতা ও থানা পুলিশ ম্যানেজ করে পূণরায় পুরোদমে চালু হয়েছে এই  অবৈধ কার্যকলাপ, মাদক সেবন, মাদক ব্যবসা, দেহ ব্যবসা সহ অসামাজিক সব ধরনের বানিজ্য। 


যদিও বর্তমানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এ ধরনের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। 
 

তাই এলাকার সাধারণ মানুষ ও স্থানীয়দের দাবি যাত্রাবাড়ী নিউ মেঘনা হোটেলে পরিচালিত মাদক ব্যবসা ও দেহ ব্যবসা বন্ধে মালিক ও দালালদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করলে এলাকাবাসী ও এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]