
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের ভান্ডারা গ্রামের রংপুরিয়া মার্কেট সংলগ্ন এলাকায় কৃষ্ণ শীলের বাড়িতে অভিযান চালায় ট্রাক্সফোর্সের যৌথ বাহিনী। মেজর নাঈম এর নেতৃত্বে যৌথ বাহিনীর ট্রক্সফোর্স অভিযানে কৃষ্ণ শীল (নাপিত) (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষ্ণ শীল ওই এলাকার নরেন্দ্র শীলের ছেলে।
এ সময় কৃষ্ণের বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফুয়েল পেপার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি হাসোয়াসহ ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে বলেন, ভ্রাম্যমাণ আদালতে মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে কৃষ্ণ বসাকের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান, ট্রাক্সফোর্স অভিযানে পৌর শহরের কৃষ্ণশীল নামে এক ব্যক্তির নিকট ইয়াবা, ফুয়েল পেপার ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে মাদক আইনে তাকে অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।