শেরপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩১:১৯ অপরাহ্ন

 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

 
১৩ জুলাই রবিবার বিকেলে উপজেলা ভূমি অফিসের মূল গেইটের বিপরীত পার্শ্বে ওই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নকলা পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। 

 
ওইসময় সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, গণপদ্দী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নূরল হক, উরফা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মাঈনুল হক চৌধুরী, পাঠাকাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শহিদুল ইসলাম, টালকী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হুরমুজ আলী, চরঅষ্টধর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা ভূমি অফিসের কানুনগো শেখ আব্দুর রহিমসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ওই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে নির্দিষ্ট ফি'র বিনিময়ে সেবাগ্রহীতাগণ ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশাসহ নানা বিষয়ে সহায়তা পেতে আবেদন করতে পারবেন। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]