প্রকৃতি মানুষ আর সংস্কৃতির গল্পে 'দৃষ্টিনন্দন কালীগঞ্জ’

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৯:১২:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:১২:০১ পূর্বাহ্ন


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর- প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির সম্মিলনে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন 'দৃষ্টিনন্দন কালীগঞ্জ’-এর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা। তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করা, প্রকৃতি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।     


শনিবার (১২ এপ্রিল) কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নদীর পাড়ের মনোমুগ্ধকর পরিবেশে তরুণ-তরুণীদের মিলনে জমে ওঠে উৎসবের আমেজ।     


‘ও আমার দেশের মাটি’ শিরোনামের ভিডিও কনটেস্টে সেরা নির্বাচিত হন সাংবাদিক রফিক সরকার। তার ভিডিওতে ফুটে ওঠে গ্রামবাংলার প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির অপার সৌন্দর্য। একই বিভাগে আরেক বিজয়ী হন শিক্ষার্থী সুমন প্রধান, যার ভিডিওতে উঠে আসে তরুণদের সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার চিত্র।     


বর্ষাকালীন 'বর্ষায় কালীগঞ্জের রূপ’ ফটো কনটেস্টে সেরা ফটোগ্রাফার নির্রাচিত হন তামিম রোহান। এ প্রতিযোগীতায় প্রথম হন তপু রায়হান, দ্বিতীয় ইলিয়াস আহমেদ তন্ময় ও তৃতীয় হন স্পেরো সুমাইয়া। তাদের তোলা ছবিতে ধরা পড়ে বর্ষার রং, নদীর ঢেউ, মানুষের হাসিমুখ আর প্রকৃতির নিবিড়তা।     


শীতকালীন ফটো কনটেস্টে সেরা ফটোগ্রাফার নির্রাচিত হন ইউনুস আলী। এ প্রতিযোগীতায় প্রথম হন সুমন হোসেন সৈকত, দ্বিতীয় ইলিয়াস হোসেন ও তৃতীয় হন রানা আফরিন। প্রত্যেকের ছবিতে ছিল প্রকৃতি আর জীবনের অনন্য ছাপ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'দৃষ্টিনন্দন কালীগঞ্জ’-এর প্রধান নুরুল ইসলামসহ এডমিন প্যানেলের সদস্য সাব্বির আহমেদ, হাসিব খান, রাশিদুল ইসলাম, সুমাইয়া হক, মোকারম আহাম্মদ ও অনিক সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব।     


উদ্যোক্তারা জানান, নতুন প্রজন্মকে প্রকৃতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখতে তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]