চাঁদাবাজদের প্রতিরোধে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেয়ার আহ্বান।

আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৮:৫৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৮:৫৫:৩১ অপরাহ্ন
 
 
ফেনী জেলা প্রতিনিধি:
 
পুরান ঢাকার মিডফোর্ডে পাথর মেরে ব্যবসায়ী হত্যা ও সারা দেশে লাগামহীন চাঁদাবাজির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তাগণ এ আহ্বান জানান।
 
 
আজ শনিবার (১২ জুলাই) বাদ আসর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকীর সঞ্চালনায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
 
 
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার মুহতারাম সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ  ফেনী জেলা সাধারণত সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক। দ্বীনি সংগঠন ফেনী জেলা নায়েবে সদর মুফতি আবদুর রহমান গিলমান।
 
 
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি আলি আহমদ ফোরকান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, ছাত্র আন্দোলন সহ সভাপতি নাদের চৌধুরী প্রমুখ।
 
 
প্রধান অতিথি তার বক্তব্যে ঢাকার মিটফোর্ডে পাথর মেরে হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি চাঁদাবাজদের প্রতিরোধে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেয়ার আহ্বান।
 
 
নেতৃবৃন্দ বলেন, একটি দল সারাদেশে চাঁদাবাজি করছে, আর দলের নেতারা এসব দলীয় সন্ত্রাসদেরকে নিয়ন্ত্রণে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সময় থাকতে যদি তারা সংশোধন না হয় তাহলে চাঁদাবাজি ও খুন-খারাবীর কারণে পতিত ফ্যাসিবাদের যেই পরিণতি হয়েছে, নব্য ফ্যাসিবাদেরও অভিন্ন পরিণতি হবে।
 
 
নেতৃবৃন্দ প্রশাসনের নির্বিকার ভূমিকারও সমালোচনা করেন। তারা বলেন, দেশের মানুষের ট্যাক্সের টাকায় সুবিধা ভোগ করে প্রশাসন জনগণের নিরাপত্তা দিচ্ছে না। এটা জনগণের সাথে প্রতারণার শামিল। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে জনপ্রশাসন সহ আইনশৃঙ্খলার উন্নতিকল্পে  কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
 
 
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা কেএম বেলাল হোসাইন পাটোয়ারী, প্রচার সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হাবিবুর রহমান, জেলা যুব আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাওলানা হারুন অর রশিদ, ফেনী সদর আন্দোলনের সভাপতি মুফতী আনিসুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা দপ্তর সম্পাদক মাওলানা আবু রায়হান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল মালেক মাহমুদী, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা নুরুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, পৌর সভাপতি হাফেজ মনজুর আলম প্রমুখ।
 
 
মিছিলটি শহরের জহিরিয়া মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]