
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় কালকিনি মডেল প্রেসক্লাবের সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক বি.এম.হানিফ ও স্কুল শিক্ষিকা শামীম আরা ডলির পুত্র বি.এম.ইসতিয়াক পৃথেল কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে GpA-5 পেয়েছে।
সে ভবিষ্যৎ একজন প্রকৌশলী হতে চায়। তার ভালো ফলাফলের জন্য পৃথেলের পরিবার স্কুল শিক্ষক ও টিউটর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।