লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি-
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় ফারজানা আক্তার নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।ফলাফল প্রকাশের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয় ফারজানা।
নিহত ফারজানা নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে। সে মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে।
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় ফারজানা আক্তার নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।ফলাফল প্রকাশের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয় ফারজানা।
নিহত ফারজানা নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে। সে মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে।
গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। সে কেন এমনভাবে আত্মহননের পথ বেছে নিল বুঝতে পারছি না। তবে কোন বিষয়ে সুমাইয়া ফেল করেছে তা জানাতে পারেননি তিনি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওসি তদন্ত সহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।