পঞ্চগড়ে ডিবির ঝটিকা অভিযানে ট্যাপেন্টাডলসহ লাবু আটক-নেতৃত্বে ছিলেন এসআই আবু তাহের

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১০:২৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১০:২৭:০৯ অপরাহ্ন

মোঃ মোহন মিয়া, স্টাফ রিপোর্টার।


পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরি বাজারে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ৬,৮০০ টাকাসহ মোহাম্মদ রতন আলী ওরফে লাবু (৩২) নামের এক মাদক ব্যবসায়ী হাতেনাতে আটক হয়েছে।


বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। জেলা ডিবি পুলিশ সুপারের দিকনির্দেশনায় পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়, যার নেতৃত্বে ছিলেন ডিবির অভিজ্ঞ কর্মকর্তা এসআই আবু তাহের।


আটক রতন আলী মৃত আজগর আলীর ছেলে এবং পানিমাছপুকুরি গ্রামের স্থায়ী বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।


এসআই আবু তাহের বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা বাজার এলাকায় অবস্থান নেই এবং নির্ভুল অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”


আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবু মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি কঠোর মামলা দায়ের করা হয়েছে।


জেলা পুলিশ এক বিবৃতিতে জানায়, “পঞ্চগড় জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান অব্যাহত থাকবে। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”





মোঃ মোহন মিয়া, স্টাফ রিপোর্টার।


পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরি বাজারে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ৬,৮০০ টাকাসহ মোহাম্মদ রতন আলী ওরফে লাবু (৩২) নামের এক মাদক ব্যবসায়ী হাতেনাতে আটক হয়েছে।


বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। জেলা ডিবি পুলিশ সুপারের দিকনির্দেশনায় পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়, যার নেতৃত্বে ছিলেন ডিবির অভিজ্ঞ কর্মকর্তা এসআই আবু তাহের।


আটক রতন আলী মৃত আজগর আলীর ছেলে এবং পানিমাছপুকুরি গ্রামের স্থায়ী বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।


এসআই আবু তাহের বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা বাজার এলাকায় অবস্থান নেই এবং নির্ভুল অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”


আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবু মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি কঠোর মামলা দায়ের করা হয়েছে।


জেলা পুলিশ এক বিবৃতিতে জানায়, “পঞ্চগড় জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান অব্যাহত থাকবে। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]