কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর এক অভিযানে ভুয়া ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১০:০৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১০:০৯:২৯ অপরাহ্ন
 
মোঃ ইকবাল মোরশেদ- স্টাফ রিপোর্টার। খুবই গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা জেলার লালমাই উপজেলা এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রতারণামূলকভাবে ‘ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার করার অভিযোগে এক নারীকে ১ লক্ষ টাকা জরিমানা করেন যৌথ বাহিনী


জানা যায়, খুব গোপন তথ্য খবর পেয়ে গতকাল বুধবার (৯ জুলাই) লালমাইয়ের ভুশ্চি বাজারে পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

 
উপজেলা প্রশাসন জানায়, দণ্ডপ্রাপ্ত মোছা: আছিয়া খাতুন (৪৩) নামের ওই নারী এমবিবিএস বা অন্য কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে আর কখনো প্রতারণামূলকভাবে ডা. পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

 
লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাদী ও তার দল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সৈয়দ হাবিবুল ইসলাম এবং ভুশ্চি ফাঁড়ি পুলিশ।

 
উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]