হিজলায় এসএসসি-তে অকৃতকার্য, অতঃপর আত্মহনন।

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৯:১০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৯:১০:০২ অপরাহ্ন


হিজলা প্রতিনিধি- বরিশালের হিজলা উপজেলায় এসএসসি (২০২৫) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষার্থী বি সি ডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।


বৃহস্পতিবার, (১০ জুলাই) বিকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে তার নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মারা যান ঐ শিক্ষার্থী।


আত্মহত্যা করা ঐ শিক্ষার্থীর নাম অর্পিতা মাতব্বর (১৭)।সে উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতব্বর' র মেয়ে। এ ঘটনায় তার সহপাঠীরা জানায়, অর্পিতা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে।


হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক ভাবে এসএসসি পরীক্ষায় ফেল করায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 


অপর এক ঘটনায়, হিজলা উপজেলার ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুর্শিদা আক্তার ইমা (১৭) নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য  হওয়ার কারণে আত্মহত্যার চেষ্টা করে। উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের মোশারফ বিশ্বাসের মেয়ে ইমা।


তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করেন। হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় তার অবস্থাও আশঙ্কা জনক।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]