বাংলাদেশ ড্রাইভিং স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:৫০:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:৫০:৩৯ পূর্বাহ্ন
 

এম মনির চৌধুরী রানা- মহামারি আকারে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা কমানোর অঙ্গীকার নিয়ে সারাদেশে সরকার অনুমোদিত বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

 

সম্প্রতি মিরপুরস্থ পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল মিলনায়তনে সারাদেশে সরকারের অনুমোদন প্রাপ্ত ১৩২ টি ড্রাইভিং স্কুলের মালিক ও প্রতিনিধির সমস্বয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরী,

 

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ অটোমোবাইল ট্রেনিং একাডেমির মালিক মোঃ জাহিদুল ইসলাম মোল্লা, শিমু ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ নুরনবী শিমু, জুমিকার ড্রাইভিং সেন্টারের মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা ড্রাইভিং স্কুলের মোঃ মিজানুর রহমান রতন, সৌরভ মোটর ড্রাইভিং স্কুলের মোঃ আলম, কাজী ড্রাইভিং স্কুলের কাজী মেহেদী হাসান, মডার্ন টেকনিক্যাল সেন্টারের জহিরুল ইসলাম, ক্যারিয়ট ড্রাইভিং স্কুলের মোঃ আব্দুল জব্বার, এসএমডি ট্রেনিং সেন্টারের মোঃ শামসুল হক, দি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ মোতালেব হোসেন, বরিশাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ জুয়েল হোসেন, শাহ এমদাদিয়া ড্রাইভিং ট্রেনিং স্কুলের শামসুদ্দিন চৌধুরী, কক্সবাজার ড্রাইভিং স্কুলের মোঃ নুরুল আমিন, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ শাহিন, চন্দ্রদ্বীপ ড্রাইভিং স্কুলের মোঃ আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ প্রশিক্ষক দ্বারা সরকারি সিলেবাস অনুযায়ী মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

 

দীর্ঘ আলোচনা শেষে যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে আহবায়ক, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মালিক মোঃ শাহিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বিআরটিএ নিবন্ধিত ১৩২ টি ড্রাইভিং স্কুলকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]