হবিগঞ্জের মাধবপুরে বিদেশ ইটালি পাঠানোর নামে ১৯ লক্ষ টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগ

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:৩৮:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:৩৮:৩৩ পূর্বাহ্ন
 
হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জের মাধবপুরে বিদেশ ইটালি পাঠানোর নামে ১৯ লক্ষ টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগ উঠেছে।
 
 
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১১নং বাগাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের আক্তার মিয়া অভিযোগে জানান, তার ছেলে বিলাল মিয়া কে বিদেশ ইটালি পাঠানোর কথা বলে বি বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের আমীর আলীর পুত্র আদম ব্যবসায়ি শামীম মিয়া গত তিন বছর পূর্বে ছেলে বিলাল মিয়ার সাথে তার চুক্তি ভিত্তিক হয় ৯ লক্ষ টাকার বিনিময়ে তাকে ইটালি পাঠানো হবে।
 
 
বিলাল মিয়া আদম ব্যবসাযি শামীম মিয়ার খপ্পরে পরে জায়গা জমি বিক্রি করে ৯ লাখ সহ ১৯ লক্ষ টাকা তাকে দিয়ে দেয়। প্রায় তিন বছর গত হলে ও আজো বিলাল মিয়া কে ইটালি পাঠাতে পারেনি। বিলাল মিয়া আদম ব্যবসাযি শামীম মিয়ার সাথে যোগাযোগ করে জানতে পারে সে তার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে লিবিয়ায় পালিয়ে গেছে। সে বুঝতে পারে শামীম তার সাথে প্রতারণা করেছে। বিলাল মিয়া হতাশা হয়ে পড়েছে।
 
 
এ ব্যপারে ভুক্তভোগী এলাকায় স্হানীয় মুরুব্বীদের বিষয়টি স্বর না পন্ন করেছে। ভুক্তভোগী জানান শামিম তার ব্যবহত মোবাইল ফোন টি বন্ধ করে রেখেছে। এ ব্যপারে ভুক্তভোগী বিলাল মিয়া শামীম এর বোন ও বোনজামাই কে বিষয়টি জানালে তারা কোন কর্নপাত করেনি। পরে এ বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা মীমাংসা করার জন্য  শালিশ ডাকা হলে শালিশে মুরুব্বীরা আদম ব্যবসায়ি শামীমের বোন ও বোনজামাই কে ডাকা হলে তারা গ্রাম্য শালিশে আসেনি। ভুক্তভোগী বিলাল মিয়া হতাশা হয়ে পড়েছে তার টাকা উদ্ধার ও প্রতারকএর বিরুদ্ধে আইনি ব্যবস্হ্যা নিচ্ছে। 
 
 
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]