রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১১:১৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১১:১৫:৫৫ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ মহানগর বিএনপি নেতা সুমন-সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে বাঘা পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার মাদক কারবারি মোঃ সুমন (৪০), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে এবং মহানগর ২৩ নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক ও মোঃ সনেট (৪১), সে একই এলাকাধীন জমশেদ আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, মঙ্গলাবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট নিয়ে দুইজন ব্যক্তি রাজশাহীর দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।


এ সময় তাদের দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জিজ্ঞেসাবাদে গ্রেফতার মাদক কারবারীরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবত চারঘাট-বাঘা থানা এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল ও মরন নেশা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকার মাদক সেবি ও বিক্রেতাদের কাছে পাইকারী ও খুচরা ভাবে বিক্রি করে আসছে।


এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]