মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কমর্রতা অবস্থায় মি. ওয়াং জিয়াং গো (৫৫) নামের এক চীনা শিফট সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় খনির ১৩০৫ নম্বর ফেইজে কাজ করা সময় এ ঘটনা দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চীনা নাগরিক মিষ্টার ওয়াং জিয়াং গো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইজে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। এসময় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায়, নিহত মি. ওয়াং জিয়াং গো খনির উৎপাদন কার্যক্রম তদারকি করতেন এবং তিনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত ছিলেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার সকালে জানান, রংপুর কোতায়লী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। নিহত চাইনিজ ওয়াং জিয়াং গো এর সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্ত প্রক্রিয়াধীন।
বিষয়টি নিয়ে কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর ভূগর্ভে ১৩০৫ নং ফেইসের ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট গুলি বের করার সময় মি. মিষ্টার ওয়াং জিয়াং গো স্টিল রোপের সাথে আটকে যায়। মিষ্টার ওয়াং কে স্টিল রোপ থেকে মুক্ত করতে অন্য একজন চাইনিজ শ্রমিক উইঞ্চ দ্বারা স্টিল রোপ টান দেওয়ায় তিনি সাপোর্টের সাথে আটকে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।