নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারা বীর মুক্তিযোদ্ধাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নিজেদের মতো করে ইতিহাস রচনা করেছে।
তাই তিনি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান। মঙ্গলবার (০৮ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সবুর ফকির বলেন, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের রাষ্ট্র কর্তৃক বৈষম্যের বিরুদ্ধে এবং শোষণের হাত থেকে মুক্তির জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের মাধ্যেমে আমরা বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান করে নিলেও স্বাধীনতার ৫৪ বছরেও দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহন করতে পারেনি।
স্বাধীনতার নামে পরাধীনতার শিকলে জাতিকে বন্দী করে রাখা হয়েছিল। রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে বৈষম্য, নাগরিকদের কন্ঠরোধ, বিরোধী দলমত নিপীড়নের ফলে বীর মুক্তিযোদ্ধারে স্বপ্নের বাংলাদেশ বাস্তব রূপ লাভ করেনি। যার কারণে স্বাধীন দেশের মানুষ বারবার মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করেছে। সবশেষ মানুষ ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে ০৫ আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করে। দেশের জনগণ এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের আবারো উজ্জীবিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজ বিন ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল হাকিম খান প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান, হাফেজ আহসান উল্লাহ, মো. সাহাব উদ্দিন, মো. এয়াকুব আলী চৌধুরী, একরামুল হক, মো. আবদুস সোবহান, সাব্বির আহম্মদ, গাজী আব্দুর জাব্বার প্রমুখ।