
হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি এর সভাপতিত্বে এ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শামীম আফ্রিদির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নার্গিস আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভার শেষে সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে।