০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ০৩ জন কে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১২:৩৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১২:৩৫:৫৪ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক- ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ০৩ জন মাদক ব্যবসায়ী জুরাইনে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


গতকাল ০৮/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারস্থ একটি পরিত্যক্ত বাসায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র’সহ অবস্থান করছে।


এরই ধারাবাহিকতায় গতকাল ০৮/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল বর্ণিত পরিত্যক্ত বাসায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (৩৬), পিতা- মৃত সবুর মিয়া, সাং- জুরাইন মিস্টির দোকান, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোঃ রুবেল (৩৪), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- জুরাইন বৌ-বাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ মোক্তার ভূইয়া (৪০), পিতা- খোকন ভ‚ইয়া, সাং- জুরাইন বৌ-বাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’দেরকে গ্রেফতার করে।  


প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য’সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল (৩৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৯ টি মাদক মামলা এবং আসামী মোঃ রুবেল (৩৪) এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।


গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]