নালিতাবাড়ীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৩:০২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৩:০২:২৮ অপরাহ্ন

 
তানিম আহমেদ নালিতাবাড়ী  (শেরপুর) প্রতিনিধি

 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার গড়কান্দা এলাকায় আয়োজিত এক জনসভায় এই কর্মসূচির সূচনা হয়। উপজেলা ও শহর বিএনপির একাংশ এ কর্মসূচির আয়োজন করে।

 
জনসভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা বিএনপির সদস্য ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।

 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী ইসমাইল হোসেন বিদ্যুৎ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম রিপন, আলী আকবর চান্দু এবং রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার প্রমুখ।

 
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এবং বক্তৃতা করেন। বক্তারা বলেন, সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে দলকে তৃণমূল থেকে আরও সংগঠিত করতে হবে। একইসঙ্গে তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]