বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু নাসের ত্বোহা। সেক্রেটারি মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে ভোটগ্রহণ ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। শিবিরের কেন্দ্রীয় অফিসিয়াল পেজে রাতেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বাধিক ভোট পেয়ে আবু নাসের ত্বোহাকে নতুন সভাপতি ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। পরে নবনির্বাচিত সভাপতির পরামর্শে এবং সদস্যদের সম্মতিক্রমে সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল মঈন ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক শাখা সভাপতি ফাজায়েল আহমেদসহ শাখার সাবেক সভাপতিবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সদস্য সমাবেশে ছাত্রশিবিরের বাকৃবি শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফখরুল ইসলাম এবং সেক্রেটারি মনোনীত হয়েছিলেন আবু নাসের ত্বোহা। সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।