পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৭:১৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৭:১৯:২৯ অপরাহ্ন
 
 
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি। 
 
 
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাকে প্রধান সমন্বয়কারী করে ৩৪ সদস্যের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

 
 শনিবার (৬ জুলাই) দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

 
প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।

 
কমিটিতে ৬ জন যুগ্ম সমন্বয়কারী মনোনীত হয়েছেন। তারা হলেন- মোঃ বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মোঃ সাইমুম ইসলাম, জিনাত জাহান, মোঃ মঞ্জুরুল ইসলাম, গাজী শাহাবুদ্দিন

 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ রবিউল ইসলাম, মোঃ সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মোঃ হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মোঃ আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মোঃ রাসেল গাজী, মোঃ জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মোঃ ইলিয়াস, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ আল আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাজিব আকন, এইচ. এম. মাসুদুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন, মোঃ নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মোঃ মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।

 
নতুন এ কমিটির মাধ্যমে পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]