নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে হত্যা মামলার আসামী মুস্তাফিজুর রহমান জুয়েল (৪৪) গাজীপুর কোনাবাড়ী হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
গত ১৪/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় ভিকটিম রাহাবুল ইসলাম রাসেল (২২) এর সাথে ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানাধীন ঝাউচর বাজারের আমাড়া টাওয়ার এলাকায় পারিবারিক কলহের জের ধরে ভিকটিমের পিতা আসামী মোঃ মুস্তাফিজুর রহমান জুয়েল (৪৪) ধারালো অস্ত্র দ্বারা গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম রাসেল এর ডাকচিৎকারে আশপাশের লোকাজন এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখিত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে রাত অনুমান ২৩.৩০ ঘটিকায় ভিকটিম রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই মো: রবিউল ইসলাম রাব্বি (২৫) বাদী হয়ে ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২২, তারিখ- ১৫/০৬/২০২৫ খ্রি., ধারা- ৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায়, জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৬/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৯.৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানার কোনাবাড়ী ফ্লাইওভার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ মুস্তাফিজুর রহমান জুয়েল (৪৪), পিতা- আজগর আলী, সাং- মহিষখোচা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।